এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বল্লভপুর বাওড়ে বিল নার্সারি স্থাপন করা হয়েছে। সোমবার (৩ জুন)উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর বাওড়ে বিল নার্সারি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব খাতে মৎস্য অধিদফতরের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা মিজানুর রহমান মিরন, বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সঞ্জয় কুমার রায়, সাধারণ স¤পাদক তারক বিশ্বাস, সদস্য আনন্দ কুমার রায়, রামপ্রসাদ রায়, ভরত কুমার রায়, ভীম কুমার রায়, তাপস কুমার রায় ও গোপাল রায় প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, স্থাপতি বিল নার্সারি কার্যক্রম মাছের পোনা উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎপাদিত পোনা মাছ বল্লভপুর বাওড়ে চাষ করা হবে। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এই কার্যক্রম গ্রহণ করেছেন।
কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/বিকাল ৫:১৫