আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসন আয়োজিত এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেল্প এর সহযোগিতায় বল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিমনার (ভুমি) জান্নতুল ফেরদৌস হ্যাপি।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেল্প এর জেলা ব্যবস্থাপক উত্তম কুমার বিশ্বাসের সঞ্চালনায় অতিথি হিসাবে ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাকেরিনা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নরুন্নাহার শাহজাদী, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, নারী নেত্রী আসমা সিদ্দিকা বেবী, নিকাহ রেজিষ্ট্রার (কাজী) জাহানুর রহমান, সনাতন ধর্মীয় রেজিষ্ট্রার সুমন্ত কুমার রায়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেল্প এর উপজেলা কর্মকর্তা লতিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা রাজেদুল ইসলাম প্রধানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তগণ উপস্থিত ছিলেন। সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলনের পাশাপাশী জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান অনুষ্ঠানের সভাপতি উপজেলা সহকারী কমিমনার (ভুমি) জান্নতুল ফেরদৌস হ্যাপি।
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪০