মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নিরুত্তাপ ভোটের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের এমপি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৯৭ হাজার ২৮৯ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আনিসুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে মাত্র ৫ হাজর ৩৭৬ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছোট ভাই কামরুজ্জামান কামরুল টিউবয়েল প্রতীক নিয়ে ৪৫ হাজার ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহেরুল ইসলাম তালা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৩ হাজার ৫৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকফাত আরা জলি কবিরাজ কলস প্রতীক নিয়ে ৫০ হাজার ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সোনালী খাতুন আলেয়া হাস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ১০ ভোট।
বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোন ভোট কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। দুপুর গড়িয়ে গেলেও কোন কোন কেন্দ্রে শতকরা ৩ ভাগ, কোন কেন্দ্রে ৫ ভাগ ভোট পোল হতে বা পড়তে দেখা গেছে। উপজেলার শ্যামপুর হাইস্কুল কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত শতকরা ৩ ভাগ ভোট পোল হতে দেখা গেছে। আবার উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কামালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ও আল্লারদর্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল বা প্রক্সি ভোট দিতে দেখা গেছে। আবার অনেক কেন্দ্রে প্রার্থীদের এজেন্টও পাওয়া যায়নি। উৎসব বিমুখ ভোটে ভোটারদের উপস্থিতি না থাকলেও প্রক্সি বা জাল ভোটের কারনে ভোটের হার বেড়েছে এমনটি অনেকে মন্তব্য করেছেন।
ভোটের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ বলেন, দৌলতপুরে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এদিকে দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা আনন্দ জোয়ারে ভাসছেন। বুধবার সকাল থেকেই নেতা-কর্মী ও ভোটাররা বিজয়ী প্রার্থীদের বাড়ি গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং করিয়েছেন মিষ্টিমুখ। কেউ প্রার্থীদের সাথে সেলফি তুলে আনন্দঘন মুহুর্তটি ধারণ করেছেন। আনন্দ শোভাযাত্রা নিষিদ্ধ থাকায় শত শত নেতা-কর্মী ও সমর্থকরা বিজয়ী প্রার্থীদের বাড়িতে অবস্থান নিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভোটের টুকি টাকি অভিযোগ অনুযোগ সেরে নিয়েছেন। তবে বিজয়ী প্রার্থীরা তা আমলে না নিয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কোন ধরণের বিশৃঙ্খলা না করারও নির্দেশনা দিয়েছেন।
কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/রাত ১১:১২