খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মজিবুর রহমান (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ১৬ মে বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নিজ গ্রাম নড়িয়া উপজেলার নশাসন মাঝি কান্দি কওমি কবরস্থান মাঠে জানাযা শেষে ওই কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম ইসমাইল হক, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নশাসন রশীদিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৫:২০