আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে, চেয়ারম্যান পদে সরকার ফারহান আক্তার সুমি এবং ভাইস চেয়ারম্যান পদে দিলীপ কুমার মুখোপাধ্যায় ও ফেরদৌসী বেগম নির্বাচিত হয়েছে।
বুধবার ( ৮ মে) রাত ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষনা দেন উপজেলা নির্বাচন অফিসার ও সহ রিটার্নিং কর্মকর্তা নূর-ই-আলম। একই দিনে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ৭৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বে-সরকারি ভাবে টেলিফোন প্রতিক নিয়ে ৩১,৪২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরকার ফারহানা আক্তার (সুমি) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিক নিয়ে ২৩,১৩৪ ভোট পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে দিলীপ কুমার মুখোপাধ্যায় টিউবওয়েল প্রতিকে ২২,১৩৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়াপাখি প্রতিকে রাশেদুজ্জামান রাশেদ ১৮,৯৭০ ভোট। নারী ভাইস চেয়ারম্যান প্রজাপতি প্রতিকে ফেরদৌসী বেগম ৩৭,৫৭৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইলী বানু লিলি ফুটবল প্রতিকে ২০,১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ভোট চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। পুলিশের পাশাপাশি আনসার, র্যাব ও বিজিপিসহ সাদা পোশাকে প্রায় ২ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে কাজ করেছে। তবে ভোট গণনা চলাকালীন সময়ে ফলাফলের পূর্ব মূহুর্তে রাত সড়ে ৯টার উপজেলা পরিষদ কন্ট্রোল রুমে নির্বাচনে হেরে যাওয়া একটি গ্রুপের সমর্থকরা অতর্কিত হামলার চালায়।
এ সময় দরজা, চেয়ার, টেবিল ও কম্পিউটার ভাংচুর করে। এ ঘটনার ৫জনকে আটক করেছে পুলিশ। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ২১ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলী বলেন, এ ঘটনায় পুলিশ সহ কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে পাঁচজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের আইন আওতায় নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভোটের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহ রিটার্নিং কর্মকর্তা নূর-ই-আলম। নব-নির্বাচিত ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে। এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য এবং নির্বাচনের ফলাফল প্রতিহত করার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।
কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৪:৫০