মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাতদদাতা : আসন্ন দ্বিতীয় দফায় অনুষ্ঠিত্ব্য আগামী ২১ মে যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ঘোড়া প্রতিকের অধ্যক্ষ ইব্রাহীম খলিলের বাড়ির সামনে দূর্বত্তরা শক্তিশালী দুটি বোমা বিষ্ফোরন ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত রাত আনুমানিক ৩ টার সময়। এ ব্যাপারে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যক্ষ ইব্রাহীম খলিল বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।শার্শা থানায় দেয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ৩ টার পর ঘোড়া প্রতিকের চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যক্ষ ইব্রাহীম খলিলের নাভারন ত্রিমহিনী’র কলোনী মোড়ে তার নিজ বাড়ির সামনে দূর্বৃত্তরা পর পর দুটি শক্তি শালী বোমা বিষ্ফোরন ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যক্ষ ইব্রাহীম খলিল জানান, তিনি শনিবার রাতে নির্বাচনী গনসংযোগ শেষ করে বাড়িতে ফেরেন। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তিনি বলেন ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। এরপর আরও একটি বিকট শব্দ। এ সময় দেখি একদল দূর্বৃত্ত তার বাড়ির সামনে দুটি বোমা বিষ্ফোরন করে চলে গেছে। চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যক্ষ ইব্রাহীম খলিল আরও বলেন তার বাড়ির সামনে বোমা বিষ্ফোরনের কারনে সে সহ তার পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তিনি বলেন নির্বাচনে তার বিজয় নিশ্চিত জেনে তার নির্বাচনি কার্যক্রমে বাধা গ্রস্থ করতে এমন ধরনের ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন যতই সন্ত্রাসী হোক বা বাধা আসুক তিনি শেষ পর্যন্ত তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবে এবং জনগন ভোট দিতে পারলে তার বিজয় নিশ্চিত হবে।তিনি বিসয়টি প্রশাসনের উদ্ধর্তন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই কামরুল ইসলাম বলেন, বোমা বিষ্ফোরনের খবর শুনে শার্শা থানা পুলিশ ঘটনা স্থল তদন্ত করে বোমার আলামত সংগ্রহ করেছে। তিনি বলেন ঘটনার সাথে জড়িতদের সন্ক্ত করে তাদের আটকের জন্য অভিযান অব্যাত রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ মনিরুজ্জামান বলেন, ঘটনা তদন্ত করতে পুলিশের একটি টিম কাজ করছে। তিনি বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অপরাধি যেই হোক তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/সন্ধ্যা ৬:১৬