স্পোর্টস ডেস্ক : আর এক মাস পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিকিট নিশ্চিত করা দলগুলো। দল ঘোষণা করেছে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো পরাশক্তিরা। সংক্ষিপ্ত সংস্করণের নবম এ আসরকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে ইংলিশরা। শেষ সময়ে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আর সিরিজের জন্য দলের সবাইকে ডেকে পাঠিয়েছে ইসিবি। যার কারণে আইপিএলের প্লে অফের আগেই ভারত ছাড়তে হবে বাটলারদের।
আইপিএলের প্লে অফ মাঠে গড়াবে ২১ মে। আর ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ শুরু ২২ মে থেকে। ইসিবির এমন সিদ্ধান্তে জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোনদের হারিয়ে পাঞ্জাব কিংস কিংবা উইল জ্যাকসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খুব একটা সমস্যায় না পড়লেও কপাল পুড়ছে কলকাতা ও রাজস্থানের। কারণ পাঞ্জাব ও বেঙ্গালুরুর প্লে অফের আশা এক প্রকার শেষ।
তবে প্লে অফের পথেই আছে কলকাতা ও রাজস্থান। কলকাতার হয়ে চলতি আসরে ৯ ইনিংসে ৪৯ গড়ে ৩৯২ রান করেছেন সল্ট। প্লে অফে তার অনুপস্থিতি ভোগাবে ফ্র্যাঞ্চাইজিটিকে। বাটলারের অনুপস্থিতিতে ভুগবে রাজস্থানও। ৮ ইনিংসে ৫৩.১৬ গড়ে চলতি আসরে তার রান ৩১৯। এর মধ্যে আছে দুটি সেঞ্চুরির ইনিংস।
প্লে অফের দৌড়ে থাকা চেন্নাই সুপার কিংসও মিস করবে অলরাউন্ডার মঈন আলির সার্ভিস। যদিও চেন্নাইয়ের একাদশে খুব একটা সুযোগ পাচ্ছেন না তিনি। তবে তাকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে বেশিরভাগ ম্যাচে ব্যবহার করার চেষ্টা করছে চেন্নাই।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক),মঈন আলি (সহ-অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।
এই দল নিয়েই পাকিস্তান সিরিজ খেলবে ইংলিশরা। এদিকে দল ঘোষণা করা হলেও এটি চূড়ান্ত দল নয়। আগামী ২৫ মে পর্যন্ত যেকোনো পরিবর্তন আনতে পারবে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো। তবে এরপরে কোনো পরিবর্তন করতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে। আগামী ৩১ মে বিশ্বকাপের জন্য উড়াল দেবে ইংল্যান্ড।
কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০৫