মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

অসহায় মানুষের জন্য ৮ টাকায় শাড়ি-লুঙ্গি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : কুড়িগ্রামে শতাধিক দুঃস্থ অসহায় বাবা মায়ের জন্য ভ্রাম্যমান শাড়ি-লুঙ্গির হাটের আয়োজন করা হয়েছে। আর এ হাটের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী একটি সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)।

ভ্রাম্যমাণ এ হাটে ৮ টাকায় একটি শাড়ি,  ৮ টাকায় একটি লুঙ্গি ও ২ টাকায় একটি ব্লাউজের পিস বিক্রি করে এ সংগঠনটি। শুক্রবার সকাল এগারোটার দিকে সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের কুমরপুর দাখিল উলুম মাদরাসা মাঠে নাম মাত্র মূল্যে এসব শাড়ি-লুঙ্গি বিক্রি করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন ভোগডাঙা ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, ইউপি সদস্য হামিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী আতাউর রহমান ও স্বাস্থ্যকর্মী লেলিন প্রমুখ। 

ভোগডাঙা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ফুল এনজিও দীর্ঘদিন ধরে জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় বাবা মা কে নিয়ে কাজ করে আসছে।ফুলের আজকের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। ফাইট আনটিল লাইট ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, এ জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন ফুল শহর গ্রাম ও প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের মাঝে  শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে আসছে। আমরা ত্রাণে নয় বিনিময়ে উপহার দিয়ে মানুষের মানসিকতার পরিবর্তন আনতে চাই। তাই অসহায় বাবা মায়ের কাছে মাত্র ৮ টাকার বিনিময়ে শাড়ি-লুঙ্গি বিক্রি করার ব্যবস্থা করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit