মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পশ্চিম গৌরিপাড়া গ্রামের নিহত ছাদেকুল ইসলামের মৃত্যুর ২০ হাজার টাকা নগদ একাউন্টে দেওয়ার কথা বলে সিকিউরিটি সার্ভিসেস কর্তৃক আত্মসাত।জানা যায়, ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরিপাড়া গ্রামের চাঁন মিয়ার পুত্র নিহত ছাদেকুল ইসলাম ঢাকার আরনেট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড এ দীর্ঘদিন যাবৎ চাকুরী করে আসছিলেন। তার পিতার অসুস্থ্যতায় গত জুলাই ২০২২ ইং তারিখে ছুটি নিয়ে পিতার চিকিৎসা করতে ফুলবাড়ীতে আসেন।
পিতার চিকিৎসা করে বাড়িতে এসে গত ০২/০৮/২০২২ ইং তারিখে আকস্মিক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। সে মৃত্যুবরণ করার খবর আরনেট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড ১১৩৪, খিলবাড়ীর টেক, ভাটার, গুলশান, ঢাকা জানার পর তার পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দিবেন বলে ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) এ.কে.এম মঞ্জুরুল ইসলাম কাগজপত্র চেয়ে পাঠান নিহত সাদেকুল ইসলামের মাতা জয়নাব বেগমের কাছে। তিনি গত ২১ এপ্রিল ২০২৪ ইং তারিখে তার বরাবরে কাগজপত্র পাঠিয়ে দেন। এরপর গত ২২ এপ্রিল তার মাতা জয়নাব বেগম এর নগদ নাম্বার ০১৭২৯৫৮৬০৫৫ এ ২০ হাজার টাকা পাঠিয়ে দেন বলে জানান। নিহত সাদেকুল ইসলামের মাতা জয়নাব বেগম নগদের দোকানে গিয়ে জানতে পারেন এই নাম্বারে নগদে কোন টাকা আসেনি, তবে ঐ কোম্পানীর এ.কে.এম মঞ্জুরুল ইসলাম (প্রশাসন) ভূয়া ২০ হাজার টাকা সেন্ড মানির একটি এসএমএস পাঠিয়ে দেন।
যার ট্রানজেকশন আইডি নম্বর-৭২ঞঐঊ৪৪ড , তারিখ-২২ এপ্রিল, ২০২৪, সময় ৩.৩৮ মিনিট। এ বিষয়ে ম্যানেজার এ.কে.এম মঞ্জুরুল ইসলামের সাথে তার ০১৯১৪২৫১২৪৪ নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বলেন টাকা পাঠিয়ে দিয়েছি। কিন্তু তিনি টাকা না পঠিয়ে কৌশলে টাকাটি তুলে নিয়েছেন। নগদ দোকান বলেন এটি একটি ভূয়া এসএমএস। তবে ঐ প্রতারক অন্য নাম্বারে টাকাটি নিয়েছেন। এ বিষয়ে কোন কোন নাম্বারে টাকা উত্তোলন করেছে ঐ প্রতারক সেই নাম্বার উল্লেখ্য করে থানায় জিডি করেন। এদিকে ভুক্তভোগী জয়নাব বেগম উক্ত সংস্থার এ.কে.এম মঞ্জুরুল ইসলাম (প্রশাসন) এর সাথে কথা বললে তিনি বলেন আমার করার কিছু নেই। অথচ উক্ত ব্যক্তিকে বিষয়টি নিয়ে কথা বললে তিনি ফোন গ্রহণ করেন না। উক্ত প্রতারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঐ সংস্থার পরিচালকের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের মাতা জয়নাব বেগম।
কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪৬