বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের পর নববর্ষেও নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) এ ব্যস্ততম সময় কাটিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। রবিবার তিনি বর্ষবরণ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।
বিকেলে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে চলমান প্রশিক্ষণ কোর্সের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি টিটিসির হোস্টেল সুবিধা, শিক্ষক-কর্মকর্তাদের আবাসন সুবিধা, একাডেমিক কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় তিনি এ প্রতিষ্ঠানের জন্য একটি বৈদ্যুতিক জেনারেটর দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় টিটিসির অধ্যক্ষ ওয়ালি উল্লা মোল্লাসহ টিটিসির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্হানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
এর আগে মন্ত্রী জেলা সদরে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সকালে হওয়া শোভাযাত্রাটি লোকনাথ দিঘির ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফারুকী পার্কে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী যোগদান করেন।
কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/রাত ৯:৩৮