আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ অর্থনৈতিক সংকটের পাশাপাশি পাকিস্তানে চরম অবনতির পথে দেশটির রাজনৈতিক সংকট। এই অবস্থায় পাকিস্তানকে আরেকটি ‘ঢাকা ট্র্যাজেডি’র দিকে নিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
একইসঙ্গে স্থিতিশীল অর্থনীতি ছাড়া দেশ টিকে থাকতে পারে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের ঢাকা ট্র্যাজেডির দিকে পরিচালিত পরিস্থিতির সাথে পাকিস্তানের বর্তমান ঘটনাবলির মিল বা সমান্তরাল সংযোগ এঁকে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার সতর্ক করে দিয়েছেন, বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক পতনের কারণ হতে পারে।
একইসঙ্গে স্থিতিশীল অর্থনীতি ছাড়া দেশ এবং প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারে না বলেও শক্তি ও ক্ষমতার কেন্দ্রগুলোকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। কারাগারে পিটিআই এর আইনি দল ইমরানের সাথে দেখা করার পরে দেশটির জাতীয় প্রেসক্লাবে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের বার্তা সবার কাছে পৌঁছে দিয়ে দলের কেন্দ্রীয় তথ্য সম্পাদক রওফ হাসান বলেন, কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে সালমান আকরাম রাজা, ইন্তাজার পাঞ্জুথা, শোয়েব শাহীন এবং নাঈম পাঞ্জুথা দেখা করেছেন।
ব্যারিস্টার রাজা গণমাধ্যমকে বলেন, ইমরান খান দেশ ও জনগণের জন্য চিন্তিত হলেও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছেন। ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “আপনি যখন জনগণকে তাদের অধিকার দেবেন না, তখন আপনি বলতে পারবেন না অর্থনীতি এগিয়ে যাবে। ১৯৭০ সালে সেনাপ্রধান ইয়াহিয়া খান ঝুলন্ত সংসদ চেয়েছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের দল যখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল, তখন সেনাবাহিনী জালিয়াতি করে উপনির্বাচন করে, যাতে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন। আর এর মাধ্যমে আওয়ামী লীগের ৮০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছিল।”
কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:১২