বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের আনন্দ বাড়াতে প্রেক্ষাগৃহে এসেছে আদর অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। সিনেমাটি নিয়ে অসুস্থ প্রতিযোগিতার কারণে সম্প্রতি হতাশা প্রকাশ করেছেন আদর। জানিয়েছেন, এভাবে অসুস্থ প্রতিযোগিতা চলতে থাকলে আগামী তিন মাসের মধ্যেই আত্মহত্যার পথ বেছে নেবেন তিনি।
হঠাৎ কেন এমন কথা বলছেন আদর? জানা গেছে, নিজের অভিনীত ও প্রযোজিত সিনেমা নিয়ে পলিটিকসের শিকার হয়েছেন তিনি। আর এ কারণেই সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে ৭টির বেশি হল পাননি। মায়ের জমানো টাকা এমনকি নিজের গাড়ি বিক্রি করে দিয়ে এ সিনেমা নির্মাণ করেছেন আদর। প্রত্যাশিত ও ন্যায্য প্রেক্ষাগৃহ না পেয়ে তাই কান্নায় ভেঙে পড়েন তিনি। অসুস্থ প্রতিযোগিতার কথা জানিয়ে আদর বলেন, এভাবে চলতে থাকলে তিন মাসের মধ্যে আমি আত্মহত্যা করব।
অভিযোগ তুলে আদর বলেন, তিন দিন আগেও আমার সিনেমা প্রেক্ষাগৃহ প্রাপ্তির সংখ্যায় যেখানে থাকার কথা, তা হয়ে ওঠেনি। এমনকি সেন্সর বোর্ডসহ বিভিন্ন জায়গায় সিনেমাটি একটা পক্ষ আটকে দিতেও চেয়েছে। আদরের ধারণা ছিল, হলপ্রাপ্তির দিক দিয়ে ২ নম্বর অবস্থান হবে তার সিনেমাটির। সেটা হয়নি।
আর তাতেই ভীষণ ভেঙে পড়েছেন চিত্রনায়ক। এ প্রসঙ্গে আদর বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। কারণ, নতুন সিনেমা ‘দরদ’-এর গল্প আমার সিনেমার সঙ্গে মিলে গেছে।’আদরের এমন দাবিতে ‘দরদ’-এর পরিচালক অনন্য মামুন চটে যান। পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘আমার সিনেমা কেউ নকল প্রমাণ করতে পারলে কোটি টাকা পুরস্কার দেব।’
‘লিপস্টিক’ সিনেমায় অভিনয় করেছেন আদর-পূজা। ছবি: সংগৃহীত
প্রসঙ্গত, ‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও আদর আজাদ।