আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের নারকীয় তাণ্ডবে বিধ্বস্ত গাজায় নেই ঈদের আনন্দ। এমন ঈদ তারা আগে কখনও দেখেননি। হামলার আতঙ্কের মধ্যেই গাজায় ঈদুল ফিতর উদযাপন করেছেন ফিলিস্তিনিরা।
জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। তবে ইসরায়েলের ৬ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় নিহতদের স্মরণে এদিন ছিল না কোন উৎসবমুখর পরিবেশ।
ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে ঈদ উদযাপনের বেশ কিছু ছবি প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বার্তা২৪.কমের পাঠকদের জন্য ছবিগুলো তুলে ধরা হলো-
১।
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে নামাজ পড়ার পর ফিলিস্তিনিদের ঈদ উদযাপন। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স
২।
আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্র স্থান। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স
৩।
আল আকসা মসজিদে শুধুমাত্র ৬০ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স
৪।
পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর উদযাপনের জন্য গাজার পরিবারগুলোও একত্রিত হয়েছিল। কিন্তু গাজার বিভীষিকাময় অধ্যায় দিনটিকে ম্লান করে দিয়েছে। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স
৫।
জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ জানিয়েছে, আল-আকসায় ৬০ হাজারের বেশি মানুষ নামাজ পড়েছেন। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স
৬।
যুদ্ধ পরিস্থিতিতে গতবারের তুলনায় এবার আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশের সংখ্যা কমিয়েছে ইসরায়েল। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স
৭।
ঈদুল-ফিতরে আল-আকসা প্রাঙ্গণে একটি শিশু বেলুন নিয়ে ঈদ উদযাপন করছে। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স