বিনোদন ডেস্ক : ঈদকে কেন্দ্র করেই একটু ভিন্ন ধাঁচের এই গানটি প্রকাশ পেয়েছে। মিলন মাহমুদের সঙ্গে গানটিতে অংশ নিয়েছেন বেলাল খান, শোভন রায় ও ডিজে মারুফ। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা। আর সুর করেছেন বেলাল খান। শোভন রায়ের মিউজিক অ্যারেঞ্জমেন্ট-এ গানটি প্রযোজনা করেছে দেশীয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্বাধীন।
গানটিতে মডেল হয়েছেন অলংকার চৌধুরীসহ এক ঝাঁক মডেল। সেই সঙ্গে সংগীতশিল্পীদেরও ভিডিওতে পাওয়া যাবে ভিন্ন লুকে। ব্যয়বহুল মিউজিক ভিডিওটি নির্মাণ, সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন চন্দন রায় চৌধুরী। গানচিত্র প্রসঙ্গে সুরকার ও অন্যতম কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, ‘ঈদের গানে ভিন্ন আমেজ থাকা উচিত। এই গানটি সেরকমই মজার মুডে করা। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’মিলন মাহমুদ বলেন, ‘মূলত গানটিতে স্যাটায়ারের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। কাজটিতে অন্যরকম মজা আছে।’
গানটি স্বাধীনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশী সব ধরনের স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায়। উল্লেখ্য, ২০০৯ সালের দিকে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের জন্য ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ গানের সুর তোলেন হাবিব ওয়াহিদ, সংগীতায়োজনও তিনি করেছিলেন।
গ্রামীণফোনের তৎকালীন কর্মকর্তা আনিকা মেহজাবীনের কথায় অসাধারণ ভাবে গেয়েছেন মিলন মাহমুদ। বিজ্ঞাপনচিত্রটি টেলিভিশনে প্রচারের পরপরই দর্শকমহলে বিপুল সাড়া পড়ে যায়।
কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/দুপুর ১:৪৪