স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে শতক যেন বিরাট কোহলির নিত্যসঙ্গী। তবে দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকবার এমনও হয়েছে, যখন মাত্র কয়েক রানের জন্য তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। নব্বইয়ের ঘরে দাঁড়িয়ে আউট হয়ে হতাশ মুখে মাঠ ছাড়তে হয়েছে ভারতের এই তারকা ব্যাটারকে। সর্বশেষ এমনই এক আক্ষেপের ইনিংস খেলেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভাদোদরায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে তিনি আউট হন ৯৩ রানে।
শতক পূর্ণ করতে প্রয়োজন ছিল মাত্র ৭ রান। পুরো ইনিংসজুড়ে নিয়ন্ত্রিত ব্যাটিং করে দলকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত নব্বইয়ের ঘরেই থামতে হয় তাকে। পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৯ বার নব্বইয়ের কোঠায় আউট হয়েছেন বিরাট কোহলি। এর মধ্যে ওয়ানডে ক্রিকেটেই ঘটেছে সবচেয়ে বেশি—৭ বার। টেস্ট ক্রিকেটে নব্বইয়ের ঘরে থেমেছেন দুইবার, আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই নব্বইয়ে আউট হওয়ার নজির নেই তার।
২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৯১ রানে আউট হওয়ার মাধ্যমে প্রথমবার নব্বইয়ের ঘরের হতাশা শুরু হয় কোহলির। সবচেয়ে কষ্টের স্মৃতিগুলোর একটি আসে ২০১৩ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ রানে আউট হওয়ার ঘটনায়। এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও একাধিকবার শতকের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে তাকে।
কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৩০