নিউজ ডেক্স : পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। রোববার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার লেবুখালী এলাকায় এ ঘটনা ঘটে। ওই তরুণী বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়।
পরে স্থানীয় জেলেদের সহায়তায় পায়রা নদী থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষনিকভাবে লেবুখালীর ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া পরিবার থেকেও থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৩৭