ডেস্ক নিউজ : রাতের আঁধারে বরিশালের কীর্তনখোলা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দিনের বেলায় ওই চক্রের ড্রেজারগুলো বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার লামচরী প্রান্তসহ বিভিন্ন খালের মুখে ভেড়ানো থাকে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিবাদ করে কোনো লাভ নেই। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় এসব ড্রেজার চলে। আর মধ্যরাতে প্রতিবাদ করতে গেলে প্রাণও হারাতে হতে পারে। তার চেয়ে ভালো নদী ভাঙনের অপেক্ষায় থাকা, আর ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া।
এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। গত রাতেও অন্য একটি জায়গায় অভিযান চালিয়ে দুইটি ড্রেজার জব্দ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১২