ডেস্ক নিউজ : কুমিল্লার বুড়িচং উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান রোজার প্রথম দিন খোলা রাখতে দেখা গেছে। শিক্ষকরা বলছেন- ফেসবুক বা পত্রিকা দেখে তো স্কুল বন্ধ করা যাবে না।
এ বিষয়ে আরাগ আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমান বলেন, শিক্ষা অফিস থেকে তারা কোনো নির্দেশনা পাননি। ফেসবুক বা পত্রিকা দেখে তো স্কুল বন্ধ রাখতে পারবেন না।
একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা তাহমিনা তাবাসসুম ক্লাস নিচ্ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সকালে ফোন দিয়ে জানতে পারলাম স্কুল খোলা আছে। ছাত্রছাত্রীরাও যেহেতু উপস্থিত আছে তাই ক্লাস নিচ্ছি।
এ বিষয়ে বুড়িচং উপজেলা শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া খাতুনের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, আমি অফিসিয়ালি বন্ধের কোনো নির্দেশনা পাইনি। তাই শিক্ষাপ্রতিষ্ঠান আগের মতোই খোলা আছে। আমরা মন্ত্রণালয় থেকে চিঠি পেলে আদেশ বাস্তবায়ন করব।
কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২১