মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’’ এই প্রতিপাদ্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে, বক্তব্য দেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জয়পুরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লুন নাজমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও জেলা মহিলা লীগের সভাপতি সাম্মি আজিজ সাজ।
কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/বিকাল ৩:০৭