এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সাংবাদিক কন্যা মহসিনা তাসমিনা নুপুর কৃতিত্বের সাথে (প্রথম শ্রেণীতে) বিএ পাশ করেছেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানাবক বিভাগ হতে বিএ পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে পাশ করেছেন নুপুর। অতিসম্প্রতি প্রকাশিত ফলাফর তার শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯ ও রোল নং ২১০৪৫৬০।নুপুর যশোর এম এম কলেজের শিক্ষার্থী ও চৌগাছা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বিশিষ্ট সাংবাদিক এম মুজাহিদ আলী ও তাহমিনা বেগমের বড় কন্যা। সে সকলের নিকট দোয়া প্রার্থী।
কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫০