ডেস্ক নিউজ : কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় চার প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জানা গেছে, আগামী ৯ মার্চ কুসিকের মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৪৪