স্পোর্টস ডেস্ক : ভিন্ন ভিন্ন ক্যাটাগরির স্পন্সরশিপের জন্য প্রতি মৌসুমে ‘এঞ্জেল ওয়ান ব্রোকিং’য়ের কাছ থেকে ৮২ কোটি, ‘রুপে’র কাছ থেকে ৭০ কোটি ও ‘সিয়াট’র কাছ থেকে ৪৮ কোটি রুপি পাবে ভারতীয় বোর্ড। এদিকে, নিলাম প্রক্রিয়ায় উপস্থিত থাকলেও কোনো স্লটেই আগ্রহ দেখায়নি সৌদি আরবের দুই জায়ান্ট ‘আরামকো’ এবং ‘সৌদি ট্যুরিজম’।
আইপিএলের ১৭তম আসরের বাকি নেই ১ মাসও। আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের। শুধু ক্রিকেট নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনে অন্যতম বড় টুর্নামেন্ট হওয়ায় আইপিএল নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই।
এবারের আসর শুরুর আগে নানা গুঞ্জন বাতাসে। দেশটির লোকসভা নির্বাচনের কারণে সংশয় ছিল ভেন্যু নিয়ে। তবে সে শঙ্কা পেছনে ফেলে ভারতে বসছে এবারের আসর। শঙ্কা ছিল টুর্নামেন্টের নতুন স্পন্সর নিয়েও।
কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:২১