শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

শেরপুরে মেধা বৃত্তি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিল সাদেক আলী ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : শেরপুরে মেধা বৃত্তি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে সাদেক আলী ফাউন্ডেশন।গত ১১ ফেব্রুয়ারি জেলা সদরের চরজংগলদী রাহেতুন নেছা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাদেক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, নিউইয়র্ক প্রবাসী লেখক-সাংবাদিক আবুল কাশেম, বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ভীমগনজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের মঞ্চে আরও উপস্থিত ছিলেন সাদেক আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল করিম, ফাউন্ডেশনের অর্থ পরিচালক ফেরদৌসী বেগম, প্রকৌশলী আবদুল্লাহ আল-মামুন, স্কুল পরিচালনা পরিষদের সাবেক সদস্য মুক্তার হোসেন, ইঞ্জিনিয়ার আমজাদ হোসাইন প্রমুখ। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আমজাদ হোসাইন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মুক্তার হোসেন, সোহাগ মিয়া, স্কুলের মৌলভী শিক্ষক আবদুল জলিল, এসএসসি পরীক্ষার্থী শিমুল মিয়া ও দশম শ্রেনীর ছাত্রী রমিলা খাতুন প্রমুখ। প্রধান অতিথি সাদেক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিক আবুল কাশেম তার বক্তব্যে বলেন, তার বাবা সাদেক আলী উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন না, তবে তিনি ছিলেন স্বশিক্ষিত। এবং তিনি একজন বিদ্যোৎসাহী, অসম্প্রদায়িক সাদা মনের মানুষ ছিলেন। তিনি এতদ অঞ্চলের প্রথিতযশা একজন পুঁথিপাঠক, অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের “বিষাদ-সিন্ধু” পাঠক ছিলেন।

তিনি সব সময় সমাজের হতদরিদ্র মানুষে ছেলে-মেয়েদের শিক্ষা নিয়ে ভাবতেন। তার দূরদর্শী ভাবনা-চিন্তা কে সমাজে স্থায়ীভাবে প্রতিফলিত করার জন্যই আমি এই ফাউন্ডেশন গঠন করেছি। এই ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও সেবামূলক ফাউন্ডেশন। তিনি প্রতি বৎসর মেধা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ছাত্র-ছাত্রীদের সাদেক আলী ফাউন্ডেশনের বৃত্তি লাভের আহ্বান জানান।

বিশেষ অতিথি কামাল হোসেন সাদেক আলী ফাউন্ডেশনের ভূয়ষী প্রশংসা করে সাদেক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক আবুল কাশেমকে সাধুবাদ জানান।কারন, প্রবাসের কষ্টারজিত অর্থ মানব সেবা / শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন পরিচালনা করার মানুষ আমাদের সমাজে বড় অভাব। তিনি বলেন প্রবাসে এবং আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছে । কিন্তু, তাদের উদার মানসিকতা নেই। সাংবাদিক আবুল কাশেম তাঁর নিজ এলাকা ছাত্রছাত্রী দের মাঝে মেধা বিকাশের প্রতিযোগিতা বাড়ানোর জন্য যে, ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তা নিঃসন্দেহ প্রশংসার দাবী রাখে। তিনি তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্হাপনার উপর পড়াশুনায় ছাত্র ছাত্রীদের আগ্রহী হওয়ার আহবান জানান। 

অনুষ্ঠানের সভাপতি ও স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান ও ভীমগনজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল উদ্দীন মোললা তার বক্তব্যে বলেন, সাদেক আলী ফাউন্ডেশন আমাদের স্কুলের অন্যতম সম্পদে পরিনত হয়েছে। প্রতি বৎসর সাদেক আলী ফাউন্ডেশনের বৃত্তি/টাকার পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের মাঝে পড়াশোনার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তার প্রমাণ মরিয়ম আক্তার ও ফাতেমা আক্তার। 

প্রবাসী সাংবাদিক আবুল কাশেম যে উদ্দেশ্য নিয়ে সাদেক আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তিনি তার শতভাগ সফল হয়েছেন। কারণ আমাদের স্কুলে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ছেলে-মেয়ের মাঝে পড়াশোনার প্রতি পরস্পর প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের মহতি কাজ করার জন্য সাংবাদিক আবুল কাশেমকে ধন্যবাদ জানান। এবং সেই সঙ্গে তিনি এ ধরনের শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সমাজের বিত্তবানের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৬ সালে সাদেক আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অধিকারীকে এককালীন বৃত্তি প্রদান করে আসছেন। এবার ১৫ জন ছাত্র-ছাত্রীকে আট হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা হলেন- মো. সোলাইমান, মরিয়ম আক্তার লিজা আক্তার, ফাতেমা আক্তার, রিফাত মিয়া, ফাতেমা আকতার, সাদিয়া আক্তার, মরিয়ম আক্তার, জেসমিন আকতার ও জাহিদুল ইসলাম। 

অনুষ্ঠানে বিভিন্ন শেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুম সাদেক আলী ও তার মরহুমা স্ত্রী বেগম চাঁনবানু’র আত্মার মাগফেরাত কামনা করে এবং এসএসসি’র বিদায়ী পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শামীম হোসেন।

 

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit