ডেস্ক নিউজ : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক বলেছেন, যাত্রীদের চাহিদা বিবেচনা করে মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক।

তিনি জানান, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম মেট্রো ট্রেনটি সকাল ৭.১০ মিনিটে ছাড়বে। পরে ৭.৩০ পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন আসবে। এরপর সাড়ে ৭টা থেকে সকাল পৌনে ১১.৪৯ পর্যন্ত ৮ মিনিট পর পর ট্রেন চলবে। পরে ১১.৪৯ থেকে বিকাল ৩.১২ মিনিট পর্যন্ত ১২ মিনিট পরপর ট্রেন প্লাটফর্মে ট্রেন থামবে। সর্বশেষ ৩.১৩ মিনিট থেকে ৮ টা পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে।
এদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী মেট্রো রেলটি প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭.৩০ মিনিটে এবং ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর চলাচল করবে। এরপর অফিস সময়ে ৮টা থেকে ১২.৮ পর্যন্ত ৮ মিনিট পরপর চলবে। অফ পিক আওয়ারব ১২.৯ থেকে ৩.৫২ পর্যন্ত ১২ মিনিট পরপর মেট্রো রেল চলবে। পরে বিকালে আবার ৩.৫৩ মিনিট থেকে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত ৮ মিনিট পরপর মেট্র ট্রেন চলাচল করবে।
যাত্রী পরিবহনের সংখ্যা জানিয়ে তিনি বলেন, বর্তমান মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেল দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে নতুন সময়ে ২৬ টা ট্রেন বেড়ে যাবে এতে ১৭৮ বার যাতায়াত করবে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে।
নতুন সময় নিয়ে এম এ এন ছিদ্দিক বলেন, শনিবার থেকে উত্তরা থেকে ৭ টা ১০ মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এটা স্পেশাল অফপিক। এরপর ৭ টা ৩১ মিনিট থেকে ১১ টা ৪৮ পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর ১১ টা ৪৯ মিনিট থেকে ৩ টা ১১ মিনিট অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট সময় থাকবে। ৩ টা ১২ মিনিট থেকে ৮ টা ১১ টা পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর ট্রেন চলবে।
ব্যবস্থাপনা পরিচালক মতিঝিল থেকে উত্তরা অংশের সময় নিয়ে বলেন, মতিঝিল থেকে সাড়ে ৭ টা থেকে ৮ টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এরপর ৮ টা থেকে ১২ টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। ১২ টা ৯ মিনিট থেকে ৩ টা ৫২ পর্যন্ত অফ পিক আওয়ার৷ ৩ টা ৫২ থেকে রাত ৮ টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৩