স্পোর্টস ডেস্ক : বিপিএলে বিদেশিরা যেন খ্যাপ খেলতে আসেন। সব ম্যাচ খেলবেন, এমন ক্রিকেটার হাতেগোনা। তারকা ক্রিকেটাররা শুরু থেকে শেষ পর্যন্ত খেলতে অনিচ্ছুক।
পুরো টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়া লেগে থাকে। এ ধরনের পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিরা দলের সমন্বয় নিয়ে স্থির সিদ্ধান্তে আসতে পারে না।
বিপিএল ছেড়ে গেছেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। জাতীয় দলের হয়ে ব্যস্ততার কারণে তার চলে যাওয়া। জাদরান খেলেছেন ফরচুন বরিশালের হয়ে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে এসেছেন নিউজিল্যান্ডের টম ব্রুস এবং পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন। দুজনই সিলেটে প্রথম ম্যাচ থেকে খেলার অবস্থায় থাকবেন। নিউজিল্যান্ডের হয়ে ১৭ টি ২০ খেলেছেন ব্রু।
হাসনাইন নয়টি ওয়ানডে এবং ২৭ টি ২০ খেলেছেন। বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ব্যক্তিগত কারণে দুবাইয়ে গিয়ে জানান, তিনি আর ফিরবেন না। তার পরিবর্তে বরিশালের হয়ে খেলতে আসছেন দুই পাকিস্তানি আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ।
সম্প্রতি তৃতীয় বিয়ে করা মালিক দুবাই থেকে ফিরে আবার ৬ ফেব্র“য়ারি দেশে যেতে চেয়েছিলেন। মালিকের সঙ্গে কথা বলে শেহজাদকে আনার সিদ্ধান্ত নেয় বরিশাল।
মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি ‘নো বল’ করেছিলেন মালিক। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে।
রংপুর রাইডার্সে রয়েছেন তারকা ক্রিকেটার বাবর আজম। তিনিও এই টি ২০ টুর্নামেন্টে শেষ পর্যন্ত খেলবেন না। রংপুরের সাকিব আল হাসানের চোখের অবস্থা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিঙ্গাপুরে চিকিৎসক দেখিয়ে তিনি আগেরদিন রাতে দেশে ফিরে বৃহস্পতিবার সিলেটে গেছেন। আজ সিলেটে খুলনার বিপক্ষে প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে রংপুরের সাকিবের।
তবে দলের কোচ সোহেল ইসলাম সাকিবের খেলার বিষয় নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, ‘সাকিব কবে থেকে খেলবে সেটা সেই ভালো বলতে পারবে। সে নিজে যখন খেলার জন্য তৈরি থাকবে, তখনই খেলবে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/রাত ৯:৩৬