খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রর্থী ইকবাল হোসেন অপুর নৌকা প্রতিকের সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৫টায় ইউনিয়নের মৌলভী কান্দি এলাকা থেকে রুবেল হাওলাদারের নেতৃত্বে বের হওয়া মিছিলটি পরিচালনা করেন সোহাগ হাওলাদার।
মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গয়াতলা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এই সময় শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তাজুল ইসলাম সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে সকল ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য সমাবেশ থেকে আহবান জানানো হয়।
কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:১৯