মোঃ সালাহউদ্দিন আহমেদ : আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -২ নির্বাচনী এলাকা পলাশ আসনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দালিপ’কে বিজয়ী করতে আমদিয়া ইউনিয়নে গনসংযোগ করা হয়। আজ (৩০ ডিসেম্বর) শনিবার সকালে আমদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলালউদ্দিন এর নেতৃত্বে আমদিয়া বাজার, বৈইলাইন, কান্দাপাড়া, দুন্দুলপাড়া, মাথরা, বাগেশ্বর গ্রামে নৌকার বিজয়ের লক্ষ্যে গণসংযোগ করেন। এসময় হেলালউদ্দিন মেম্বার ৭নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের ভোটারদের কাছে সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়ন তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।
হেলালউদ্দিন মেম্বার বলেন, সরকারের ধারাবাহিক সাফল্য ও উন্নয়নেরধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামিলীগ সরকারের বিকল্প নেই। এসময় তিনি আরো বলেন নরসিংদী -২ পলাশ আসনে নৌকার যোগ্য প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দালিপ তাকে বিজয়ী করতে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছি আগামী ৭ জানুয়ারী জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ভোটের মাধ্যমে আমদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করবো। এসময় তার সাথে ছিলেন জাকির, মাসকু,সালামসহ আমদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা।