আন্তর্জাতিক ডেস্ক : ইউটিউবে গান শোনার জন্য স্ত্রীর কাছে মোবাইল চেয়েছিলেন স্বামী। এতেই ঘটে বিপত্তি। স্বামীর হাতে কোন ভাবেই ফোন দিতে রাজি নয় স্ত্রী। এ নিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী স্বামীর চোখে কাঁচি ঢুকিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি এমনটি ঘটেছে উত্তর প্রদেশের বাঘপতে। ঘটনা নিয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। ওই যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের নাম অঙ্কিত ও প্রিয়ঙ্কা। সম্পর্কে তারা স্বামী ও স্ত্রী। অফিস থেকে বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছিলেন অঙ্কিত। নিজের ফোন চার্জে দিয়ে, গান শোনার জন্য চেয়েছিলেন স্ত্রীর ফোন। কিন্তু নিজের ফোন স্বামীকে দিতে রাজি ছিলেন না স্ত্রী। স্বামীকে নিজের ফোনে গান শোনার পরামর্শ দেন স্ত্রী। তার পরেও স্বামী ফোন চায়। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া বাঁধে। তখনই প্রিয়ঙ্কা তার স্বামীর চোখে কাঁচি ঢুকিয়ে দেন। বর্তমানে অঙ্কিত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/রাত ১০:১৬