স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটারদের জন্য ড্রেসিংরুমেও নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। মূলত ভারত বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়ায় নীতিমালায় নানা পরিবর্তন আনছে পিসিবি।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার এক প্রতিবেদনে জানিয়েছে, সূক্ষ নীতিমালা চালু ও তা বাস্তবায়নে কড়া মানসিকতার জন্য পরিচিত হাফিজ। যার ধারাবাহিকতায় তিনি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপিএস) আওতায় ড্রেসিংরুমে নিষ্ক্রিয়তার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়েছেন। যেখানে কোনো ক্রিকেটারকে ঘুমাতে দেখলে জরিমানা করা হবে ৫০০ ডলার।
প্রতিবেদনে জানা যায়, একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের কেউ কেউ ম্যাচ চলাকালে ক্লান্তি নিয়ে ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়েন, যা আগের ম্যানেজমেন্ট থাকাকালেও দেখা যেত।
তবে হাফিজের নতুন টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছে। ফলে টিম হোটেলের বাইরে তাদের আর ঘুমানোর সুযোগ থাকছে না।
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৩০