শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরীর পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শীর্তাত মানুষের মধ্যে শীতবস্র বিতরণ করা হয়েছে।আজ বুধবার ( ২৭ ডিসেম্বর ) সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।সকাল ১১ ঘটিকায় আখালিয়া নয়াবাজার,বাদাম বাগিচা,সৈয়দমূগনী, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের কার্যালয়,৩৩ নং ওয়ার্ডের কমর উদ্দিনের বাড়ি, আব্দুস সামাদের বাড়ি,৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদের বাড়ি ,২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাতিমবাগ রস্তুম খানের বাড়ি, ২৪ নং ওয়ার্ডের, হাদার পাড়ার মুত্তালিব মিয়ার দোকানের সম্মুখে, সিলেট জেলা ও মহানগর যুবলীগের মাধ্যেম উপশহরের প্রদান সড়কের হামদদ ঔষাধলয়ের সম্মুখে, শীর্তাত মানুষের মধ্যে শীতবস্র বিতরণ করা হয়।
১৯ নং ওয়ার্ডের দর্জিপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা এজাজ উদ্দিন ও এডভোকেট বিক্রমকরের মাধ্যেমে ঐ এলাকার দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা।অন্যদিকে সিসিক নির্বাচন কালীন সময়ে যেসব সিএনজি চালক প্রচার প্রচারণার কাজে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে প্যারাগণ আবাসিক এলাকায় ও শাহপরান মাজার প্রাজ্ঞনে শীর্তাতদের মধ্যে কম্বল বিতরন করা।বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরী,সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি,মেয়র পপুত্র রুহানুজ্জামান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সৈয়ীদ আহমদ বহলুল, সৈয়দ জামাল আহমদ, ৩২ ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ , ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নাদিম আহমদ, ৩৪ ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, সিলেট জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জহির উদ্দিন চারু, মিয়া, হিরাদেব, সদেপকর, আব্দুস সামাদ, নুরু উদ্দিন, কমর উদ্দিন, বদরুল হোসেন খান কামরান, এম এ হক, রতি লাল দে প্রমুখ ।