ডেস্ক নিউজ : পার্থ স্টেডিয়ামে চতুর্থ দিন অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্যটা দাঁড়ায় ৪৫০। লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানকে সোজা হয়ে দাঁড়াতে দেয়নি মিচেল স্টার্ক-জস হ্যাজেলউডদের পেস আক্রমণ।
আবদুল্লাহ শফিক ২, শান মাসুদ ২, ইমাম উল হক ১০, বাবর আজম ১৪, সরফরাজ আহমেদ ৪, আগা সালমান ৫ ও ফাহিম আশরাফ ৫ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন সৌদ শাকিল। আমের জামাল ও খুররাম শাহজাদ দুজনই আউট হন শূন্য রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন স্টার্ক ও হ্যাজেলউড। নাথান লায়ন নেন ২ উইকেট। এর মাধ্যমে টেস্টে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি। অধিনায়ক প্যাট কামিন্সের শিকার এক উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ৪৮৭ রানের বিশাল সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া। দলের হয়ে সেঞ্চুরি করেন ক্যারিয়ারের সায়াহ্নে থাকা ডেভিড ওয়ার্নার। ২১১ বলে ১৬৪ রান করে আউট হন তিনি। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৯০ রান। পাকিস্তানের হয়ে ৬ উইকেট নেন জামাল। জবাবে প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান। ইমাম বাদে বাকিদের কেউই হাফসেঞ্চুরির ঘর স্পর্শ করতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে লায়ন ৩ উইকেট নেন। স্টার্ক ও কামিন্সের শিকার ২টি করে। হ্যাজেলউড, মার্শ ও ট্রাভিস হেড নেন একটি করে উইকেট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে উসমান খাজা ৯০, মার্শ ৬৩, স্টিভ স্মিথ ৪৫ ও হেড ১৪ রান করেন। পাকিস্তানের হয়ে শেহজাদ ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি ও জামাল।
কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:০০