মাটিরাঙ্গায় যামিনীপাড়া জোনের উদ্যােগে মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
১৮১
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর উদ্যােগে সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন অনুদান বিতরণ করা হয়েছে।পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালের দিকে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও অসহায় ০২টি পরিবারকে নগদ ৭,০০০/- টাকা এবং বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ্য ০২ জন ব্যক্তিকে নগদ ৮,০০০/- টাকা বিতরণ করেন।
যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৫০,০০০/- টাকা এবং গরীব মেধাবী ০৫ জন শিক্ষার্থীকে নগদ ১২,০০০/- টাকা অনুদান প্রদানসহ ১১ জন শিক্ষার্থীকে পাঠ্য বই বিতরণ করেন। খ্রীষ্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উপলক্ষে ০৪ টি গীর্জায় নগদ ৩৮,০০০/- টাকা অনুদান প্রদান এবং স্থানীয় বেলালপোস্ট মসজিদের জন্য ০৩টি কার্পেট ক্রয়ের ব্যবস্থা করে দেন।
এছাড়াও জোনের আওতাধীন এলাকায় অবস্থিত বড়বিল মুসলিম পাড়া মাদ্রাসা, বিরাশিটিলা হাফিজিয়া মাদ্রাসা, আসালং ইসলামপুর করিমিয়া হাফিজিয়া মাদ্রাসা, মোল্লা বাজার ফজলুল উলুম হাফিজিয়া মহিলা মাদ্রাসা এবং ডাক বাংলা ইসলামী শিক্ষা কেন্দ্র ও এতিমখানায় ৩৫০ কেজি চাল অনুদান প্রদান করেন। ৫৮৩ সুবিধা ভোগীদের মাঝে মোট ১,৩৭,৫৩৪/- টাকার অনুদান প্রদান করেন যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি।