বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকাল থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মোশারফ হোসাইন।
প্রত্যেক কার্ডধারিকে ৬০টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১০০টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল দেওয়া হয়। পৌরসভার চার হাজার ৯৫২জনসহ সদর উপজেলার ১৬ হাজার ৬১৮ জন নিম্ন আয়ের কার্ডধারি মানুষের মধ্যে ভর্তুকী মূল্যে টিসিবি পণ্যের এ সেবা পাবেন। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ চত্ত্বর, মেড্ডা কালভৈরব, কালাইশ্রীপাড়া কারখানাঘাট ও শেরপুর ঈদগাহ মাঠে টিসিবির পণ্য বিক্রি করা হয়।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০