খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জহির উদ্দিন মঞ্জু বেপারীর বিরুদ্ধে মসজিদের সরকারি বরাদ্দ আত্মসাত করায় মামলা হয়েছে। আত্মসাতের ৯ বছর ও মামলা দায়েরের ৬ বছর অতিবাহিত হলেও সরকারি টাকা ফেরৎ দেয়নি আওয়ামীলীগ নেতা। ক্ষোভ প্রকাশ করেছেন অলো-আধারে পরিচালিত মসজিদ কমিটির নেতৃবৃন্দ।গোসাইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও মসজিদ কমিটি সূত্র জানায়, কুচাইপট্টি ইউনিয়নের ভিমখিল বাজারে অবস্থিত আল-হেলাল জামে মসজিদে ২০১৪ সালে বিদ্যুৎ সংযোগ ছিল না। গোসাইরহাট উপজেলা পিআইও অফিস বিদ্যুৎহীন সেই মজজিদে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়ে কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জহির উদ্দিন মঞ্জু বেপারীকে দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব প্রাপ্ত আওয়ামীলীগ নেতা মসজিদের অনুকূলে সরকারি বরাদ্দ আত্মসাৎ করেছেন।
২০১৪-১৫ অর্থ বছরে বরাদ্দকৃত টাকায় সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন না হওয়ায় ১৯১৩ সালের সরকারি দাবী আদায় আইনে ২০১৭ সালে সরকারি অর্থ আত্মসাতে অভিযুক্ত আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়। এই পর্যন্ত তাকে একাধিক নোটিশ ইস্যু করা হলেও নোটিশের জবাব বা টাকা ফেরৎ দেননি তিনি।মসজিদ কমিটির কোষাধ্যক্ষ রফিক বেপারী বলেন, সেই সময় আমাদের মসজিদে বিদ্যুৎ ছিল না। এখনও মসজিদটি আলো আধারের মধ্য দিয়ে চলে। মসজিদের নামে বরাদ্দকৃত সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন হলে মুছল্লিলরা শান্তিপূর্ণ ভাবে ইবাদত করতে পারত। মসজিদে ইট ক্রয় করে দেয়ার কথাও মিথ্যা।
অভিযুক্ত আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মঞ্জু বেপারী বলেন, মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপন করিনি। তবে ৬ হাজার টাকা দরে দুই হাজার ৫০০ ইট কিনে দিয়েছি। মাস্টার রুল জমা না দেওয়ায় মামলা হয়েছে। খুব শিঘ্রই পিআইও অফিসে জবাব দিয়ে বিষয়টি সমাধান করব।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন, ২০১৪-১৫ অর্থ বছরে বরাদ্দকৃত মসজিদে সৌর বিদ্যুৎ অদ্যবধি স্থাপন হয়নি। আইন অনুযায়ী সরকারি বরাদ্দে সৌরবিদ্যুৎ স্থাপন না করায় জহির উদ্দিন মঞ্জু বেপারীর বিরুদ্ধে সরকারি পাওনা আদায় আইনে সার্টিফিকেট মামলা করেছি। তার পরেও তিনি সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করেনি বা নেটিশের জবাবও দেয়নি। মামলার পরেও তিনি টাকা ফেরত দেয়নি।
কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:২৬