মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
Update Time :
শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
১২২
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।শনিবার (৯ডিসেম্বর)সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মেজবাহ উদ্দিন,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক।অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায় কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা মডেল সরকারি হাই স্কুলের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) মো.হাবিবুর রহমান খান, মাটিরাঙ্গা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো মানিক মিয়া,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন খন্দকার, সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী, শিক্ষক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে এটাই সবার প্রত্যাশা জানিয়ে বক্তারা আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এ উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।