আশুলিয়া ঢাকা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ফিরে পেতে ইসিতে আপিল করেছেন ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া। বুধবার সকালে এ আপিলের বিষয়ে এই প্রার্থীর কাছ থেকে নিশ্চিত হওয়া যায়। এরআগে মঙ্গলবার ইসিতে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির জন্য অস্থায়ীভাবে আবেদন জমা দেন।
তিনি বলেন, আমার শারীরিক অসুস্থতার কারণে ৩০ তারিখের গ্যাসের বিল ৩ই নভেম্বর জমা দেওয়া হয়েছে। এই কারণে আমার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছিল। আমি আপিল করেছি। তবে আশা করছি ইনশাল্লাহ আমি আমার মনোনয়নপত্রের বৈধতা পাবো। ভোটের মাঠে লড়াই করা প্রসঙ্গে এই প্রার্থী বলেন, দীর্ঘ দিনের ইচ্ছা আমার এলাকার মানুষের জন্য কিছু করা।
সেই জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা চাই। গ্যাস সংক্রান্ত বিল বিলম্বে দেওয়ার কারণে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান তার মনোনয়ন বাতিল করেন। মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য বকেয়া পরিশোধ করে ইসিতে আপিল করেছেন বিএনএম প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া।
কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৩৩