এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে এ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা খাদ্য গুদাম নিয়ন্ত্রন কর্মকর্তা ফাতেমা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, চৌগাছা মিল-চাতাল সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারন স¤পাদক সিরাজুল ইসলাম সিরাজ, অটোমিলার উত্তম কুমার বিশ্বাস, আমির হোসেন, মিজানুর রহমান, এস আই ফুডের পরিদর্শক জেসমিন সুলতানা প্রমুখ।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, প্রতি কেজি ধান ৩০ টাকা ও প্রতি কেজি চাল ৪৪ টাকা নির্ধারিত করা হয়েছে।এ বছর সরকারি ভাবে এ উপজেলায় ৬শত ৬৩ মেট্রিক টন ধান ও ৪শত ৪০ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হবে।এ ধান ও চাউল সংগ্রহ কার্যক্রম আগামী ২৯ ফেব্রুয়ারি ২০২৪ সাল পর্যন্ত চলবে।
কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৫