জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে রিয়াদ বাবু (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কালীবাড়ি রুদ্রেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিয়াদ বাবু কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর কালীবাড়ি গ্রামের মতিনুর রহমানের ছেলে।কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, ‘দুপুরে শিশু রিয়াদ খেলতে খেলতে সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৩২