খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৬ তম বর্ষ পূর্তিতে নানা কর্মসূচির উদ্বোধন
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
Update Time :
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
২৮৬
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৬ তম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগ বিনামূল্যে চিকিৎসা সেবা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রোড শো’র উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সরকারি গণগ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অফিসার্স ক্লাব মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনার র্যালি বের হয়। সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রর্দশনী হবে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ।এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা,ক্যাজুরী মারমা, সমাজসেবা ভারপ্রাপ্ত উপ-পরিচালক জসিম উদ্দিন জেলা প্রতিবন্ধী অফিসার শাহজাহান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, আধুনিক জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রিপল বাপ্পী চাকমা, ডা. পুনর্জীবন চাকমা, ডা.নয়ন ময় ত্রিপুরাসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
আগামীকাল ২ ডিসেম্বর সকাল ৯টায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) একটি ঐতিহাসিক অর্জন” হিসেবে তুলে ধরে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হবে।খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের মেডিসিন বিভাগ, হৃদরোগ বিভাগ, শিশু বিভাগ, স্ত্রী ও প্রসূতি বিভাগ, অর্থোপেডিক বিভাগে চিকিৎসা সেবা প্রদান করার পর অসহায় দুস্থদের মাঝে ফ্রি ঔষধ বিতরন করা হয়। পরে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে ঐতিহাসিক শান্তি চুক্তি ২৬ বর্ষ পূর্তি উপলক্ষ্যে রোড শো’র উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি করেন। পার্বত্য এলাকায় বর্তমান সময়ের সংঘাতহীন শান্তি ও উন্নয়ন সম্ভব হয়েছে এই শান্তি চুক্তির কারনে। তাই আজ এ দিনে পার্বত্য জেলা পরিষদ অসহায় মানুষের ফ্রী চিকিৎসার ব্যবস্থা, শিশু কিশোরদের জন্য চিত্রাংকনের ব্যবস্থা করেছে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।