তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় শ্রী শ্রী রাধা গোবিন্দের মহারাস উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এ বছরও রামরামপুর গোবিন্দ আশ্রমের ভক্তবৃন্দের আয়োজনে অষ্টপ্রহর ব্যাপী লীলা কীর্তনের শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার উপজেলার বাকরইল রামরামপুর গৌরিয়া আশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কুমুদ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ জজ কোর্টের এপিপি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নওগাঁ জেলা আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড নিরঞ্জন কুমার সাহা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পত্নীতলা উপজেলা কমিটির সভাপতি রমেন চন্দ্র বর্মন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা উপজেলার সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে, প্রচার সম্পাদক দিলীপ চৌহান, দিবর ইউপির চেয়ারম্যান রাহাদ জামান রাহাত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাপাহার উপজেলার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সদস্য মহেন্দ্র কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার রায় প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৩,/রাত ৮:২৮