স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বেশকিছু সংবাদমাধ্যম দাবি করেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে বেশকিছু বিষয়ে দ্বন্দ্ব চলছে লিওনেল স্ক্যালোনির। সেখানে রয়েছে তাপিয়ার অধিক নজরদারি, বেতন না বাড়ানো এবং সকল বিষয়ে নাক গলানো।
তবে আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিতেই নড়েচড়ে বসেছে অনেক নামিদামী ক্লাব। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচকে নিজেদের ডাগআউটে পেতে চায় রিয়াল মাদ্রিদের মতো ক্লাবও। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।
কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১২