স্পোর্টস ডেস্ক : আগামী বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়াবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই-কোপা আমেরিকা। টুর্নামেন্টের মাঝপথে ব্রাজিলের ডাগআউটের দায়িত্ব নেবেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলত্তি। কারণ তখন স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার।গত জুলাইয়ে এমনটাই জানিয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্দো রদ্রিগেজ। অবশ্য দুই পক্ষের মধ্যে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে রিয়ালের সঙ্গে আনচেলত্তি চুক্তি নবায়ন না করায় ডালপালা মেলছে সে গুঞ্জন।
বিষয়টিকে ভালোভাবে দেখছেন না রিয়ালের সাবেক কোচ জোসে মরিনহো। বার্নাব্যু শুধু পাগলরাই ছাড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ইতালিয়ান সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে মরিনহো বলেন, ‘আমার মনে হয়, চাহিদা থাকার পরও কেবল একজন পাগলই রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে পারে।’
মরিনহো মনে করেন, আনচেলত্তি এমন পাগলের মতো কাজ করবেন না। তিনি রিয়াল মাদ্রিদেই থাকবেন। এ পর্তুগিজ কোচ বলেন, ‘আমি নিশ্চিত, ফ্লোরেন্তিনো পেরেজ (রিয়াল মাদ্রিদ সভাপতি) চুক্তি স্বাক্ষর করতে বললে কার্লো থেকে যাবেন। কারণ সে রিয়াল মাদ্রিদের জন্য পরিপূর্ণ, রিয়াল মাদ্রিদ তার জন্য পরিপূর্ণ।’
বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমার দায়িত্বে থাকা মরিনহো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের মাদ্রিদের কোচ ছিলেন। তিনি দায়িত্ব ছাড়ার পর লস ব্লাঙ্কোদের দায়িত্ব নিয়েছিলেন আনচেলত্তি। এরপর ২০১৫ সালে তিনি বার্নাব্যুর দায়িত্ব ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে চলে যান। তারপর নাপোলি ও এভারটন ঘুরে ২০২১ সালে আবার বার্নাব্যুতে ফিরে আসেন। তার অধীনে রিয়াল দারুণ সব সাফল্য পেয়ে চলেছে। এমন কোচকে সহজে হাতছাড়া করতে চাইবে না রিয়াল।
কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০০