খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে সড়ক দূর্ঘটনায় আলম হাওলাদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই ঘটনায় রাজন মুন্সী (১৬) নামে আরো একজন আহত হয়েছে। নিহত আলম সদর উপজেলার তুলাসার ইউনিয়নের উত্তর গোয়ালদির নুর আলম হাওলাদারের ছেলে। আলম শরীয়তপুর সরকারী কলেজে সম্মান শ্রেণির তৃতীয় বর্ষোর ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পালং মডেল থানা সূত্রে জানাগেছে, ১৩ নভেম্বর সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার উপরগাঁও এলাকার ইট ভাটা সংলগ্ন সড়কে অটোরিক্সা-নছিমন ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।
সংঘর্ষে কলেজ ছাত্র আমল হাওলাদার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ইকবাল হোসেন আলমের মৃত্যু নিশ্চিত করেন। পালং মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক বায়েজিদ জানায়, সড়ক দূর্ঘটনায় নিহত আলমের সুরত হাল প্রতিবেদন শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের মতামত নিয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮