স্পোর্টস ডস্কে : বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০১৯ সালে প্রথমবার বিশ্বকাপ ট্রফি জিতে ক্রিকেটের জন্মদাতারা। বিশ্বকাপের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতে খেলতে গিয়ে গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে ৬টি হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় ব্রিটিশরা।
বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে জায়গা হয়নি ইংল্যান্ডের ৯জন তারকা ক্রিকেটারের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। দলে জায়গা হয়নি বেন স্টোকস, মইন আলির মতো তারকা ক্রিকেটারদের।
আগামী ৩ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দুই দেশের মধ্যে ওয়ানডে ও টি-টেয়োটিন্ট সিরিজ চলবে। সেই সিরিজের জন্য বিশ্বকাপে ইংল্যান্ডের শেষ ম্যাচ দেখার পর দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
উইন্ডিজ সিরিজে সুযোগ পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার জস টঙ্গ এবং জন টারনার। বিশ্বকাপের দল থেকে সুযোগ পেয়েছেন গাস অ্যাক্টিনসন, হ্যারি ব্রুক, ব্রেডন ক্রেস, স্যাম কারেন এবং লিয়াম লিভিংস্টোন।
ইংল্যান্ডের ওয়ানে দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাক্টিনসন, হ্যারি ব্রুক, ব্রেডন ক্রেস, জ্যাক ক্রাউলে, সাম কারেন, বেন ডাকেট, টম হার্টলে, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ফিল সল্ট, জস টঙ্গ ও জন টারনার।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, গাস অ্যাক্টিনসন, হ্যারি ব্রুক, সাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমল মিলস, আদিল রসিদ, ফিল সল্ট, জস টঙ্গ, রিসি টপলে, ক্রিস ওকস ও জন টারনার।
কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৪০