বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানার বিকৃত ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় লিফট থেকে বের হচ্ছেন অভিনেত্রী। তার গায়ে ডিপনেক কালো পোশাক। তার পরনে যে ধরনের সাহসী পোশাক দেখা যায় তিনি তেমনটা খুব একটা পরেন না।
রাশ্মিকা লেখেন- ‘আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এ ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যারাই সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাদের জন্য। ভাবলেই ভয় করছে, কিভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে এ সময় সমর্থন করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ভাবুন, যদি আমি একজন স্কুল-কলেজে পড়া ছাত্রী হতাম! আমার তো মাথা কাজ করত না এ পরিস্থিতিতে।’
রাশ্মিকার এ পোস্টটি শেয়ার করে নাগা লেখেন- ‘ভীষণ দুঃখজনক ঘটনা, কিভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় এ ধরনের ঘটনায় কড়া আইন হানা হোক- যারা এ জালিয়াতির শিকার হচ্ছেন তাদের জন্য।’
কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০