বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ২০৪১ এর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট নাগরিক তৈরির জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করেছে সরকার।বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে নতুন কারিকুলামের কোন বিকল্প নেই। বর্তমান কারিকুলাম শিক্ষার্থীদের সৎ, মানবিক, সহমর্মী ,সৃজনশীল, উৎপাদনক্ষম ও উদ্যোগী মানুষ হিসেবে গড়ে তুলবে।২০২৩ সাল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম অনুযায়ী পাঠ দান করা হচ্ছে। শিক্ষার্থীরা আনন্দের সহিত নতুন কারিকুলাম মেনে নিয়েছে । কিন্তু কিছু কিছু কুচক্রিমহল নতুন কারিকুলাম নিয়ে অপপ্রচার করছে এবং অভিভাবকদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।এই অপপ্রচার বন্ধে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশের আয়োজন করা হচ্ছে।
ইতিমধ্যে কসবা উপজেলার কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ করা হয়েছে। এসব সমাবেশে নতুন কারিকুলাম এর উপযোগিতা ও সুবিধা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য প্রদান করছেন কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (জীব বিজ্ঞান) ও নতুন কারিকুলামের ষষ্ঠ ,সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির বিজ্ঞান বিষয়ের মাস্টার ট্রেইনার) মোসা : রোকসানা ইয়াসমীন ।নতুন কারিকুলাম নিয়ে রোকসানা ইয়াসমীনের সাবলীল, সুস্পষ্ট বক্তব্যের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মন থেকে নতুন কারিকুলাম নিয়ে যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছিল তা দূর হয়েছে।
রোকসানা ইয়াসমীন ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত টানা ৬ বার কসবা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষিকা হয়েছেন।মেধাবী এই শিক্ষক ২০২৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষিকা নির্বাচিত হন। নিজের জ্ঞান ভান্ডার কে শানিত করতে বিদেশ সফর করেছেন। তিনি বিজ্ঞান বিষয়ের ট্রেনিং করার জন্য ২০১৯ সালে নিউজিল্যান্ড সফর করেন।গুণী এই শিক্ষক আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী খান পরিবারের পুত্রবধূ। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার কসবা প্রতিনিধি সাংবাদিক সজল আহাম্মদ খানের সহধর্মিণী এবং দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক বাদল আহাম্মদ খান এর ভাবি।
কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/বিকাল ৩:৫৩