স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে সফররত বাংলাদেশ ইমার্জিং দল চার দিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে প্রথম ইনিংস শেষ করে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২৫১ রান। জবাবে ২১৯ রানে ৭ উইকেট হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। লিড নিতে হলে এখনও ৩২ রান করতে হবে তাদের।
বাংলাদেশ অবশ্য এই ম্যাচে লড়াই-ই করতে পারত না, যদি আকবর আলী নায়ক হয়ে না দাঁড়াতেন। বাংলাদেশের একমাত্র বিশ্বকাপজয়ী এই অধিনায়কের সেঞ্চুরিতেই আড়াইশ পার করেছে ইমার্জিং টাইগাররা। চামিকা গুনাসেকরার দারুণ বোলিংয়ে খাবি খাওয়া বাংলাদেশ এদিন ৫৪ রানেই পাঁচ উইকেট হারিয়েছিল। সেখান থেকে রাকিবুল হাসান ও হাসান মুরাদের সঙ্গে দুটি জুটি গড়ে বাংলাদেশকে বাঁচিয়েছেন আকবর। রাকিবুলের সঙ্গে ৯৪ রান ও হাসান মুরাদের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন আকবর, যেখানে রাকিব ও মুরাদের অবদান যথাক্রমে ৩৬ ও ২৭ রান করে। তবে দুজনই খেলেছেন যথাক্রমে ১১৯ ও ১৩৫ বল করে, যা তাদের ধৈর্যশীল ব্যাটিংয়েরই প্রমাণ দিচ্ছে।
তবে নায়ক আকবরই। ২৩৩ রানে মুরাদের বিদায়ের পর শেষ তিন ব্যাটার – রিপন, মুশফিক ও নাহিদ রানার কেউই রানের খাতা খুলতে পারেননি। একা লড়াই করেই দলকে ২৫১ রান পর্যন্ত নিয়ে গিয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে যান আকবর। ২০২ বলে ১২৯ রানের অসাধারণ ইনিংসটি ১৪টি চার ও ২টি ছয়ের সহায়তায় খেলেছেন আকবর।
লঙ্কানদের হয়ে এদিন অল্পের জন্য রেকর্ড গড়তে পারেননি চামিকা গুনাসেকরা। বাংলাদেশের ১০ উইকেটের ৯টিই ঝুলিতে ভরেছেন এই এই ২৩ বছর বয়সী ফাস্ট বোলার। ১৯.৫ ওভারে ৫৮ রান দিয়ে এই ৯ উইকেট শিকার করেন তিনি। বাকি উইকেটটি শিকার করেন চামিন্দু বিক্রমাসিংহে।
পরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কাও। বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৯ রান করেছে শ্রীলঙ্কা। আলোকস্বল্পতার জন্য খেলা আপাতত বন্ধ রয়েছে।
কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৭