স্পোর্টস ডেস্ক : মৌসুমটা একেবারেই ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। শুরু থেকেই ছন্দ পেতে লড়তে হচ্ছে তাদের। ব্যর্থতার বৃত্তে বন্দী দলটি এবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হেরে ছিটকে গেল লিগ কাপ থেকে। তাদের সঙ্গে প্রতিযোগিতাটি থেকে বাদ পড়েছে আর্সেনালও।
লিগ কাপের গত আসরের চ্যাম্পিয়ন ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল। আর ৩-১ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড বিপক্ষে হেরেছে আর্সেনাল।
ম্যাচের শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে দারুণ ছন্দে থাকা নিউক্যাসল এগিয়ে যায় ২৮ মিনিটে। গোলটি করেন মিগুয়েল আলমিরন। প্রথমার্ধেই আরেকটি গোল হজম করে ইউনাইটেড। ৩৬ মিনিটে লুইস হল ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া থাকা ইউনাইটেড জালের দেখা পাচ্ছিল না কোনোভাবেই। এর মাঝেই ৬০ মিনিটে জো উইলকের গোলে নিউক্যাসল জয় প্রায় নিশ্চিত করে ফেলে। শেষ পর্যন্ত ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হেরে ভাঙে ইউনাইটেডের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে বল দখল, আক্রমণ, গোলের উদ্দেশে শট; সব দিকেই এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু গোলই পাচ্ছিল না তারা। উল্টো ১৬তম মিনিটে বেন হোয়াইটের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে দলটি।
প্রথমার্ধে আর কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের ধাক্কা খায় আর্সেনাল। ৫০তম মিনিটে মোহাম্মদ কুডুসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ওয়েস্ট হ্যাম। ১০ মিনিট পর আবারও আর্সেনালের জালে বল! এবার গোলটি করেন জ্যারড বোয়েন।
লন্ডন স্টেদিয়ামে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া আর্সেনাল যোগ করা সময়ে একটি গোল পরিশোধ করতে পারে। মার্টিন ওডেগার্ড ৯৬তম মিনিটে করেন সেটি।
ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-০ গোলে হারিয়ে ঠিকই লিগ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। শেষ আটে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল। আর বোর্নমাউথকে ২-১ গোলে হারানো লিভারপুল মুখোমুখি হবে ওয়েস্ট হ্যামের। এভারটন লড়বে ফুলহ্যামের সঙ্গে আর পোর্ট ভেলের প্রতিপক্ষ মিডলসবুর্গ।
কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৮