স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : সকাল-সন্ধ্যা হরতালে রোববার যশোরের মনিরামপুরে তেমন কোন প্রভাব পড়েনি। হরতালের পক্ষে বিএনপিকে অংশগ্রহন করতে দেখা না গেলেও দিনভর মাঠ দখলে ছিল আওয়ামী লীগের। হরতাল বিরোধী এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিপক্ষে পৌরশহরে আওয়ামী লীগের পৃথক তিন গ্রুপের খন্ড খন্ড মিছিল বের করা হয়। তবে সবচেয়ে নজরে এসেছে কৃষক লীগের মিছিল ও সমাবেশ। সকাল থেকে আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন এবং কৃষকলীগের ব্যানারে পৃথকভাবে পৌরশহরে হরতাল বিরোধী খন্ড খন্ড মিছিল বের করে। বিকেলে দক্ষিন মাথায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে এর মধ্যে কৃষকলীগের মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহন ছিল লক্ষনীয়।
কৃষকলীগের উদ্যোগে মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে আয়োজন করা হয় শান্তি সমাবেশ। উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন। উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি এস এম ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম মজিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, কৃষি ঋণ পুর্নবাসন সম্পাদক রফিক আহম্মেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তবিবর রহমান খান রিপন, বন ও পরিবেশন সম্পাদক দিপক মিত্র, আবুল কালাম আজাদ, জিয়া উদ্দীন রঞ্জু, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিলন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:১৪