স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড। ৯৮ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে গেল ব্রিটিশরা।
পরপর দুই বলে ২ উইকেট শিকার করেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ। এরপর ইংল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি।
বুমরাহ-শামির গতির মুখে পড়ে মাত্র ৩৯ রানে ইংল্যান্ড হারায় ৪ উইকেট। এরপর ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন কুলদবীপ যাদব ও মোহাম্মদ শামি ও রবিন্দ্র জাদেজা ।
মোহাম্মদ শামি শিকার করেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব। এক উইকেট নেন রবিন্দ্র জাদেজা।।
বিশ্বকাপের এবারের আসরের অন্যতম হট ফেভারিট ভারত। চলতি আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচে টানা জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে বিশ্বকাপের স্বাগতিকরা। টানা ৫ ম্যাচে জিতে রীতিমতো উড়তে ভারত।
বিশ্বকাপের ১৩তম আসরের ২৯তম ম্যাচে আজ প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।
রোববার ভারতের লখনৌতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ভারত।
ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকসের গতির শিকার হয়ে ফেরেন ওপেনার শুভগামন গিল ও শ্রেয়াস আইয়ার। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে শূন্য রানে সাজঘরে ফেরান পেসার ডেভিড উইলি।
৪০ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। চতুর্থ উইকেটে তারা ১১১ বলে ৯১ রান করেন।
একটা সময়ে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ছিল ১৩১ রান। তখন মনে হয়েছিল চ্যালেঞ্জিং স্কোরের পথেই এগোচ্ছে ভারত।
কিন্ত এরপর ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিশ্বকাপের স্বাগতিকরা। মাত্র ৫২ রানের ব্যবধানে ভারত হারায় ৪ উইকেট।
৩৯ রানে ফেরেন রোকেশ রাহুল। ১০১ বলে ১০টি চার আর তিনটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৮৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৮ ও ১ রান করে ফেরেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা ও পেস বোলার মোহাম্মদ শামি।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ে শেষ দিকে দায়িত্বশীল ইনিংস খেলেন সুরাইয়া কুমার যাদব। তিনি দলীয় ২০৮ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪৭ বলে করেন ৪৯ রান।
ইনিংসের একিবারে শেষ বলে দলীয় ২২৯ রানে নবম ব্যাটসম্যান হিসেবে রান আউট হয়ে ফেরেন পেসার জসপ্রিত বুমরাহ।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:০০